আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

আর্থিক কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড।

মঙ্গলবার (১১ মার্চ) ক্রিকেট আয়ারল্যান্ড তাদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। যেখানে নারীদের ৫০ ওভারের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর উল্লেখ রয়েছে। এই ম্যাচগুলো ৯ থেকে ১৮ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। যেখানে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, থাইল্যান্ড ও স্কটল্যান্ড। বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্যে আয়ারল্যান্ড নারী দল ৫ ও ৭ এপ্রিল পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।

এদিকে আয়ারল্যান্ড পুরুষ দল মে ও জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এছাড়া সেপ্টেম্বরে তারা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করবে।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম বলেছেন, ক্রিকেট আয়ারল্যান্ডের এই সিদ্ধান্ত রাজনৈতিক নয়, বরং আর্থিক কারণে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আর্থিক কারণে একটি পূর্ব পরিকল্পিত সিরিজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। সেটি আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ। এই সিদ্ধান্ত আমাদের স্বল্পমেয়াদী বাজেট ব্যবস্থাপনার একটি অংশ। আমাদের বোর্ডের কৌশলগত বিনিয়োগের ভারসাম্য বজায় রাখার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

ইউএ / টিডিএস

You may also like