ম্যারাডোনার ৭ চিকিৎসকের বিচার শুরু

স্পোর্টস ডেস্ক

ম্যারাডোনার প্রয়াণের ৪ বছর পর তার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ জনের মধ্যে সাতজনেরই বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা তার মেডিক্যাল টিমের ‘অযথার্থ, ত্রুটিপূর্ণ ও বেপরোয়া আচরণে’র শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে ম্যারাডোনার চিকিৎসা চলাকালীন যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

কোকেইন ও অ্যালকোহল আসক্তির কারণে দীর্ঘদিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ম্যারাডোনা। তার মৃত্যুতে এসবের প্রভাব থাকলেও চিকিৎসকদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। যদি অভিযুক্ত সাত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা প্রমাণিত হয় তাহলে তারা ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি পেতে পারেন।

চিকিৎসকদের বিরুদ্ধে বিচারের এই শুনানি আগামী জুলাই পর্যন্ত চলবে বলে জানা গেছে। লাতিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বুয়েন্স আয়ার্সের সান ইসিদ্রো শহরে দীর্ঘ বিলম্বিত এই বিচারে ম্যারাডোনার পরিবারের সদস্যসহ তার দীর্ঘদিনের চিকিৎসকদের মধ্যে ১০০ জনেরও বেশি সাক্ষী সাক্ষ্য দেবেন। অভিযুক্তদের মধ্যে ম্যারাডোনার নার্স দাহিয়ানা জিসেলা মাদ্রিদের বিচার আলাদাভাবে পরিচালিত হচ্ছে। গত বছরের অক্টোবরে তিনি প্রাথমিক শুনানির মুখোমুখি হন। তবে এখনো চূড়ান্ত রায় আসেনি। যদিও অভিযুক্ত সবাই ম্যারাডোনার মৃত্যুতে তাদের কোনো দায় থাকার কথা অস্বীকার করে আসছেন।

ইউএ / টিডিএস

You may also like