রমজানের রাতে দুর্দান্ত লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

রোজা রেখেই ফুটবলের মাঠে প্রথমে অ্যাসিস্ট পেয়ে পরে নিজেই করলেন দর্শনীয় এক গোল।

দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনার জয় নিশ্চিত করতে দারুণ ভূমিকা রেখেছেন লামিনে ইয়ামাল। বেনফিকার বিপক্ষে ম্যাচে ১ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন তিনি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইফতারের সময় অ্যাসিস্ট করার পর মাত্র ১৭ মিনিটের মধ্যেই গোলও করেছেন ইয়ামাল।

অ্যাগ্রিগেটে ১-০ গোলের লিড থাকলেও শুরু থেকেই বেনফিকার বিপক্ষে আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। সেই ধারায় ম্যাচের ১১তম মিনিটেই জাদুকরী মুহূর্ত উপহার দেন ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল। বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে বল বাড়ান বিপরীত পাশে যেখানে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন রাফিনিয়া। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নিখুঁত শটে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন।

এই গোলের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ১৭ বছর ২৪১ দিন বয়সে তিনি চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হয়ে গেছেন। এর আগে ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এমবোলো ১৭ বছর ২৬৩ দিনে এই কীর্তি গড়েছিলেন যা এবার ইয়ামাল ভেঙে দিলেন।

ইউএ / টিডিএস

You may also like