আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ডের অধিনায়কত্বে পরিবর্তন এসেছে। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশগ্রহণ করবেন, এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
আইপিএলে খেলতে যাওয়ার জন্য নিউজিল্যান্ডের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস এবং রাচিন রবীন্দ্র। কনওয়ে ছাড়া বাকিরা নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তবে জাতীয় দলের সিরিজ থাকা সত্ত্বেও তাদের আইপিএলে খেলার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
মাইকেল ব্রেসওয়েল এর আগেও নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। গত এপ্রিলেই পাকিস্তান সফরে আইপিএলের কারণে তাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে হয়েছিল। আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের ছাড়া এই সিরিজে ৩৪ বছর বয়সী কেন উইলিয়ামসন নিজেকে সরিয়ে নিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চোটের কারণে মাঠে নামতে পারেননি পেসার ম্যাট হেনরি, যিনি দলের হার ডাগআউটে বসে দেখেছিলেন। তবে, হেনরি পুরো সিরিজের জন্য নয়, শুধুমাত্র শেষ দুই টি-টোয়েন্টির জন্য দলে আছেন, তবে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়া আরেক পেসার বেন সিয়ার্স চোট কাটিয়ে দলে ফিরেছেন। কাইল জেমিসন এবং উইলিয়াম ও’রুর্কিকে প্রথম তিন ম্যাচের জন্য দলে রাখা হয়েছে, তাদের কাজের চাপের বিষয়টি মাথায় রেখে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ওপেনার ফিন অ্যালেন, অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম এবং উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্টকে দলে ফিরানো হয়েছে, যদিও তারা বোর্ডের চুক্তিতে নেই। শ্রীলঙ্কার সিরিজে খেলা টিম রবিনসন, জ্যাকারি ফোকস এবং মিচেল হে বাদ পড়েছেন। আগামী রোববার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জিমি নিশাম, উইলিয়াম ও’রুর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।