তিন সপ্তাহ অতিক্রান্ত হতে না হতে এর মধ্যেই এবার নতুন এক রমণীর সঙ্গে নাম জড়াল চাহালের।
ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বার্মার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। গত মাসে মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালতে হাজিরা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।
রবিবার দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলাকালীন এক রহস্যময়ীর সঙ্গে যুজবেন্দ্র চাহালের ছবি ও ভিডিও ভাইরাল হতেই জল্পনা আরও উসকে যায়।
ফাইনাল ম্যাচের সময় নেটপ্রভাবী আরজে মাহওয়াশের সঙ্গে সময় কাটাতে দেখা যায় চাহালকে, যা নিয়ে শুরু হয় আলোচনা। সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তারা।
তবে এটি প্রথম নয়—এর আগেও একসঙ্গে দেখা গেছে তাদের। গত বছরের ডিসেম্বরে মাহওয়াশ চাহালের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, তখনও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল।
মাহওয়াশের সঙ্গে চাহালের এই উপস্থিতি তার ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। নেটমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা—ধনশ্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে কি চাহাল নতুন সম্পর্কে জড়ানোর ভাবনা শুরু করেছেন?
জল্পনা তৈরি হতেই তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মাহওয়াশ। স্পষ্ট জানিয়েছেন, তাদের মধ্যে সম্পর্কের দাবি ভিত্তিহীন। গোপনীয়তাকে সম্মান করার এবং কোনও ‘ভুয়া খবর’ না ছড়ানোর অনুরোধও করেছেন তিনি।
ইউএ / টিডিএস