সান্তোসের হয়ে কয়েক সপ্তাহ খেলার পরেই আবারও ইনজুরির কবলে পড়েছেন তিনি।
কয়েকদিন আগেই দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। প্রায় এক বছর পর নিজ জন্মভূমির ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। দীর্ঘ চোটের কারণে ইতোমধ্যে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিও বাতিল করেছেন। তবে দুর্ভাগ্য যেন নেইমারের পিছু ছাড়ছে না।
পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের সর্বশেষ ম্যাচের স্কোয়াডে ছিলেন না নেইমার। তার অনুপস্থিতির বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নতুন করে চোট পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
হঠাৎ পাওয়া এই ইনজুরির কারণে সান্তোসের শেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার এই চোট ব্রাজিল দলে ফেরার পথকেও আরও কঠিন করে তুলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোমানো জানান, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি।’
নেইমার নিজেও জানান ইনজুরির কথা, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি। সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি।’
নেইমারকে ছাড়া সান্তোস জয়ও পায়নি। করিন্থিয়ান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে দলটি।
সান্তোসে যোগ দেওয়ার পর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে চলতি মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন নেইমার। তবে নতুন চোটের কারণে এই দুই ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইউএ / টিডিএস