পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে একবার তিনি শারজাহ থেকে পালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ইনজামাম।
সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে লড়াইয়ে পিছিয়ে পড়েছে পাকিস্তান। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি ও এসিসির টুর্নামেন্টে নিয়মিত মুখোমুখি হচ্ছে দুই দল। তবে সাম্প্রতিক তিনটি আইসিসি ইভেন্ট— ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে পাকিস্তান।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন দল। পাকিস্তানের এই ভরাডুবির পর ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মন্তব্য করেন, ভারতের ‘বি’ দলও পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। গাভাস্কারের এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ইনজামাম উল হক।
গাভাস্কারকে পাকিস্তানের সামগ্রিক পরিসংখ্যান দেখতে পরামর্শ দিয়েছেন ইনজামাম। সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও ঐতিহাসিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে পাকিস্তান। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত দুই দল ১৩৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে ভারতের ৫৮ জয়ের বিপরীতে পাকিস্তান জয় পেয়েছে ৭৩ ম্যাচে।
ইনজামাম বলেন, ‘তাকে (গাভাস্কারকে) কেউ পরিসংখ্যান দেখতে বলুন। তাহলেই তিনি জানতে পারবেন পাকিস্তানের অবস্থান কোথায়। তার মতো একজন এমন মন্তব্য করায় আমি খুব দুঃখ পেয়েছি। তিনি অনেক বড় মাপের ও সম্মানীয় ক্রিকেটার। কিন্তু এ ধরনের কথাবার্তা বলে তিনি নিজের লিগ্যাসিকে অবমূল্যায়ন করছেন। তার মুখে সামলে কথা বলা উচিত।’
গাভাস্কারকে খোঁচাও দিয়ে ইনজামাম বলেন, ‘ভারত ম্যাচ জিতেছে। তারা ভালো খেলেছে কিন্তু মিস্টার গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে একবার তিনি শারজাহ থেকে পালিয়েছিলেন। বয়সে সে আমাদের চেয়ে বড়। তাই আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু অন্য দেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনার দল নিয়ে যত খুশি প্রশংসা করুন। অবশ্যই সেই অধিকার আপনার আছে। কিন্তু অন্য দল নিয়ে এ ধরনের মন্তব্য কুরূচিপূর্ণ।’
ইউএ / টিডিএস