লা লিগায় শিরোপা লড়াইয়ে এমবাপে-ভিনিসিউসের গোলে আরও একটি সহজ জয় পেলো রিয়াল মাদ্রিদ।
রবিবার (9 মার্চ) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়া ভায়াকানোর বিপক্ষে মাঠে নামে কার্লো আনচেলত্তির দল। এদিন রায়া ভায়াকানোকে ২-১ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এতে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান করে ফেলেছে তারা।
প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়র। সফরকারীদের একমাত্র গোলটি করেন পেদ্রো দিয়াস।
লা লিগার ৩টি বড় ক্লাবের মধ্যে এখন মাত্র এক পয়েন্টের ব্যবধান রয়েছে। সম্প্রতি কয়েক বছরের মধ্যে এটি লা লিগার টেবিলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিরোপা দৌড়।
২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা, ২৭ ম্যাচ খেলে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, এবং ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ, যারা একই রাতে গেটাফের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে।
ইউএ / টিডিএস