আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি বোলএ জানালেন বিরাট কোহলি।
অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলির পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও ভারতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যাট হাতে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলরা নিজেদের দায়িত্ব তুলে নিয়েছেন দক্ষতার সঙ্গে। ভারতের বোলিংয়ে প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল ভারত। তবে তরুণ বোলাররা তার অভাব অনুভব হতে দেননি।
ক্যারিয়ারের শেষের দিকে থাকা বিরাট কোহলি উত্তরসূরীদের দেখে খুশি। ভারতের জার্সিতে আর কতদিন তাকে দেখা যাবে এ নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তবে দলের তরুণ প্রজন্মকে দেখে তিনি দলটির ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত।
কোহলি বলেন, ‘যখন আপনি ছাড়তে চান, আপনি চেষ্টা করেন দলকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে। দলের ভবিষ্যৎ ভালো হাতে রয়েছে। আমাদের যা দল তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি।’
শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় কোহলি বলেন, ‘কঠিন অস্ট্রেলিয়া সফর শেষে আমরা চেয়েছিলাম বাউন্স ব্যাক করতে। আমরা চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার। তারা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা (সিনিয়ররা) তাদের সাহায্য করতে পেরেই অনেক খুশি। অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে।’
এই জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন কোহলি। যেভাবে প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করেছেন, তার প্রশংসা করেছেন তিনি।
তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে পরিশ্রম করেছি। সেটা ম্যাচে দেখা গিয়েছে।’
প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলকে নিয়ে কোহলি বলেছেন, ‘নিউজিল্যান্ড দারুণ দল। আমরা জানতাম তারা তাদের প্লেয়ারদের নিয়ে কী করে দেখাতে পারে এবং প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। যতবারই বড় মঞ্চে তাদের বিরুদ্ধে খেলেছি আমরা জানতাম যে তারা প্ল্যান নিয়ে আসবে। বিশ্বের অন্য কোনো দল তাদের প্ল্যান এত ভালোভাবে কাজে লাগায় না তারা যতটা ভালোভাবে কাজে লাগায়।’
ইউএ / টিডিএস