ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না : রোহিত

স্পোর্টস ডেস্ক

ফাইনাল জয়ের পর রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন এখনই অবসর নিচ্ছেন না।

রবিবার (৯ মার্চ) দুবাইয়ে ফাইনাল জয়ের পর রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায় তা নিশ্চিত করতেই কথাটা বললাম।’

রোহিত শর্মার অধীনে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় তারা। এর পরের বছর রোহিতের নেতৃত্বেই ভারত জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এবার রোহিতের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতল ভারত।

২০০৭ সাল থেকে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ওয়ানডেতে ১১ হাজারের বেশি রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত।

ইউএ / টিডিএস

You may also like