শীর্ষে ওঠার সুযোগ হারালো আতলেতিকো

স্পোর্টস ডেস্ক

শেষ দিকের চার মিনিটে মাউরো আরামবারির জোড়া গোলে শীর্ষে ওঠার আশা গুঁড়িয়ে দিল গেতাফে।

রবিবার (৯ মার্চ) লা লিগায় গেতাফের মাঠে ২-১ গোলে হেরেছে দিয়েগো সিমেওনের দল। গেতাফের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। স্পট কিকে গোলটি করেন দলটির নরওয়ের ফরোয়ার্ড আলেকসান্দার সরলথ। দীর্ঘ সময় ভিএআর দেখে হ্যান্ডবলের জন্য পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি যা নিয়ে প্রতিবাদ জানায় স্বাগতিকরা।

নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে বড় ধাক্কা খায় আতলেতিকো। প্রতিপক্ষের একজনকে বাজেভাবে ফাউল করার কারণে সরাসরি লাল কার্ড পান তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোর্রেয়া। এই ঘটনায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে সমতা ফেরান উরুগুয়ের মিডফিল্ডার আরামবারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গেতাফেকে জয়ের দিকে এগিয়ে নেন আরামবারি। এর ফলে লা লিগায় ছয় ম্যাচ পর হারের স্বাদ পায় সিমেওনের দল।

প্রতিপক্ষের মাঠে জয়ের পথে ছিল আতলেতিকো মাদ্রিদ, এবং তারা বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার আশায় ছিল। কিন্তু আনহেল কোর্রেয়া লাল কার্ড দেখার পর দলটি পথ হারিয়ে ফেলে।

ইউএ / টিডিএস

You may also like