নটিংহ্যামের কাছে হারল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

শেষ মুহূর্তের গোলে নটিংহ্যামের কাছে হারল ম্যানসিটি।

শনিবার (৮ মার্চ) রাতে নটিংহ্যাম ফরেস্টের মাঠ দ্য সিটি গ্রাউন্ডে খেলতে গিয়ে ১-০ গোলে হেরে এলো ম্যানসিটি।

ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে নিজ সমর্থকদের উল্লাসে ভাসালেন কালাম। ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন হাডসন-ওডোই। মরগান গিবস-হোয়াইটের দেওয়া বল পেয়ে এডেরসনকে পরাস্ত করেন হাডসন। পরে লিড ধরে রেখেই মাঠ ছাড়ে স্বাগতিক দল।

নটিংহামের মাঠে বল পজিশনে ৬৯ শতাংশ এগিয়ে থাকলেও, ম্যানসিটির আক্রমণভাগ প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। এর খেসারত ম্যাচের শেষ মুহূর্তে দিতে হয় সিটিকে। সব মিলিয়ে, আজকের হারটি তাদের নবম। এ হারে পেপ গার্দিওলার দল আরও একটি জায়গায় প্রতিপক্ষদের কাছে পিছিয়ে পড়েছে।

নটিংহামকে হারিয়ে শীর্ষ তিনে স্থান পাওয়ার সুযোগ ছিল সিটির, কিন্তু উল্টো তাদের কাছেই হেরে আগের অবস্থান, অর্থাৎ চারেই থাকতে হলো। সমান ২৮ ম্যাচে সিটির ৪৭ পয়েন্ট, আর তিনে থাকা নটিংহামের পয়েন্ট ৫১। শীর্ষে ৬৮ পয়েন্ট নিয়ে রয়েছে লিভারপুল, এবং আজ সাউদাম্পটনের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট আরও বাড়বে। অন্যদিকে, ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল।

ইউএ / টিডিএস

You may also like