মেসির ইনজুরি নিয়ে মুখ খুললেন কোচ মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক

অবশেষে মেসির ইনজুরি নিয়ে খবর জানালেন কোচ মাশ্চেরানো।

শনিবার (৮ মার্চ) ঘরের মাঠে শার্লট এফসির বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মায়ামি কোচ বলেন,‘লিও আগের চেয়ে অনেক ভালো আছে এখন। আমরা আশাবাদী যে, যদি সবকিছু ভালোভাবে এগোয় তাহলে তার (ম্যাচ খেলার) তালিকায় থাকার সম্ভাবনা আছে। আমরা দেখব। এখনও অনুশীলনের বাকি আছে আমাদের। অনুশীলন বাকি থাকতেই কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারি না আমি।’

‘আগের চেয়ে ভালো’ বলতে মেসির কোনো চোটের ব্যাপার ছিল না, সেটিও নিশ্চিত করলেন কোচ।

তিনি আরও বলেন, ‘মেডিকেল টিম আমাকে বলেছে তার কোনো চোটাঘাত নেই। তবে তার পেশির অবসাদজনিত ব্যাপার ছিল। কয়েকদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তন ও আরও নানা কিছু মিলিয়েই এটা হয়েছে।’

খেলার জন্য পুরোপুরি তৈরি না থাকলে মেসি বা কাউকে নিয়েই ঝুঁকি নেওয়া হবে না, পরিষ্কার জানিয়ে দিলেন মাশ্চেরানো।

তিনি বলেন, ‘আমার চেয়ে বেশি তো কেউ চায় না যে লিও খেলুক। কারণ আমি জানি ওকে নিয়ে আমরা আরও বেশি শক্তিশালী। নিজের পায়ে গুলি করার মতো পাগল তো আমি নই। তবে কিছু পরিস্থিতি আছে প্রতিটি দিন ধরে পর্যালোচনা করতে হয়। শুধু লিওর ক্ষেত্রেই নয়। সব ফুটবলারের ক্ষেত্রেই আমাকে নিশ্চিত করতে হবে তারা যেন শতভাগ ঠিক থাকে। নইলে অযথা ঝুঁকি নেব না।’

তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে, ক্লাবের সব স্টাফ, সব ফুটবলার, সবাইকে উপলব্ধি করতে হবে, লিও যখন থাকে না তখন আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ বড় একটি শূন্যতা সেখানে আছে। এভাবেই করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। আমাকে বেছে নিতে বললে অবশ্যই সব ম্যাচে ওকে খেলাতাম। কারণ তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী। কিন্তু সব ম্যাচে ওকে পাওয়া তো সম্ভব নয়।’

ইউএ / টিডিএস

You may also like