এমবাপের সমালোচনায় কোচ আনচেলত্তির প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে তার দলের শেষ তিন ম্যাচে আতলেতিকো মাদ্রিদ, রেয়াল বেতিস এবং জিরোনার বিপক্ষে গোল করতে পারেননি। টানা তিন ম্যাচে গোল না পাওয়ায় তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। তবে এই মুহূর্তে কোচ কার্লো আনচেলত্তি এমবাপেকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন।

আনচেলত্তি বলেছেন, এমবাপের পারফরম্যান্সের এই ঋণাত্মক দিকটিকে তিনি ‘স্বাভাবিক’ মনে করছেন। কোচের মতে, একাধিক ম্যাচের পর খেলার ধারাবাহিকতা ধরে রাখা বেশ কঠিন, এবং এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এমবাপে ছিলেন অনেকটা নির্বিকার। যদিও রদ্রিগো এবং ব্রাহিম দিয়াসের গোলে রেয়াল ২-১ ব্যবধানে জয়ী হয়। এক মাস আগে, প্লে-অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমবাপে দুটি লেগ মিলিয়ে চারটি গোল করেছিলেন।

এই মৌসুমে এমবাপে সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের হয়ে ২৮ গোল করেছেন। তবে গত তিন ম্যাচে গোলের দেখা পাননি।

আজ রবিবার রিয়াল মাদ্রিদ লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে মাঠে নামবে। সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তিকে এমবাপের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি নিয়ে তার মতামত দেন। অভিজ্ঞ এই কোচ বলেন, “খুব বাজে? না।”

“আমরা যা দেখতে পাচ্ছি তা হলো, সিটির বিপক্ষে সে যেমনটা খেলেছে, আতলেতিকোর বিপক্ষে তেমনটা পারেনি। সিটির বিপক্ষে সে তিন গোল করেছে (ফিরতি লেগে), আর আতলেতিকোর বিপক্ষে সে গোল করেনি। এমনিতে সে খুব ভালো খেলছে। তাকে নিয়ে আমরা খুব খুশি।”

বড় মাপের খেলোয়াড়দের পারফরম্যান্সের উত্থান-পতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন রিয়াল মাদ্রিদ কোচ।

“সে সবসময় তার সেরাটা দিতে পারবে না। আতলেতিকোর বিপক্ষে সে (সেরা ছন্দে) ছিল না, কিন্তু এত কঠিন মৌসুমে মানসম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে এটা স্বাভাবিক। মানসম্পন্ন খেলোয়াড়দের উত্থান-পতন থাকে। এটা জিনগত ব্যাপার।”

“ভালো মানের খেলোয়াড়দের ধারাবাহিক থাকা কঠিন। কিন্তু সে ভালো করছে। আমরা যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আছি, এটা অনেকটা তার কারণেই।”

সুপ্তি / টিডিএস

You may also like