চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচ রোহিত শর্মার শেষ ওয়ানডে হতে পারে বলে প্রথম প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম।
রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচ। সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসা শুভমান গিলের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি রোহিত এবং পুরো দলের মনোযোগ কেবল ফাইনাল ম্যাচের দিকেই রাখার কথা জানিয়েছেন।
ভারতীয় ওপেনার শুভমান গিল বলছেন, ‘এ নিয়ে (রোহিতের অবসর) আমার সঙ্গে কিংবা ড্রেসিংরুমেও কোনো আলোচনা হয়নি। এমনকি রোহিত ভাইও অন্য সবার মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়েই ভাবছেন। সুতরাং এমন কোনো বিষয়ই নেই। আমাদের সব আলোচনাই হচ্ছে ফাইনাল এবং শিরোপা কীভাবে জেতা যায় সেই প্রসঙ্গে।’
অবসর নিয়ে রোহিত কখনোই দলের ভেতর আলোচনা করেননি বলেও জানান শুভমান, ‘বিষয়টি নিয়ে দলের ভেতর কখনও কথা বলেননি তিনি। এমনকি অন্য কোনো সতীর্থের কাছেও এরকম কিছু শুনিনি। আমার মনে হয় তার সেরকম কোনো পরিকল্পনা থাকলে কালকের ম্যাচ শেষে দেখা যাবে। রোহিত বিশ্বের অন্যতম সেরা ওপেনার এবং বিরাটকে (কোহলি) নিয়েও নতুন করে কিছু বলার নেই। আমাদের দলের ব্যাটিংয়ে অনেক গভীরতা আছে এবং এটি টপ অর্ডারদের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়।’
ফাইনালে দলের প্রত্যাশা নিয়ে এই তারকা ব্যাটার বলেন, ‘আমরা সবাই ফাইনাল নিয়ে রোমাঞ্চিত। গতবার আমরা ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি, তবে এবার আমরা জয়ের ব্যাপারে দৃঢ়চিত্ত। বড় ম্যাচে অবশ্যই চাপ থাকবে, যারা এটি মোকাবিলা করতে পারবে তারাই জিতবে ফাইনালে। আমরা এই ম্যাচকেও অন্য সাধারণ ম্যাচের মতোই দেখছি। প্রতিটি বড় দলই এভাবে দেখে বিষয়গুলো। আমরা এখানে চারটি ম্যাচ ভালোভাবেই শেষ করেছি, তাই আমাদের ওপর বাড়তি কোনো চাপ নেই।’
ইউএ / টিডিএস