তিন মিনিটে ডেম্বেলের দুই গোল

স্পোর্টস ডেস্ক

মাঝ সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে ০-১ গোলে হেরে পিএসজির অপরাজেয় যাত্রায় কিছুটা ছন্দপতন ঘটেছিল। তবে ফরাসী লিগ ওয়ানে নিজেদের আধিপত্য তারা অক্ষুণ্ণ রেখেছে। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানোর ধারাবাহিকতা শনিবার রাতেও অব্যাহত রেখেছে পিএসজি।

রেনেঁর মাঠে গিয়ে ১-৪ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে প্যারিসের ক্লাবটি। ইনজুরি সময়ে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ওসমান ডেম্বেলে, এবং বাকি দুই গোল করেন ব্র্যাডলি বারকোলা ও গনকালো রামোস।

এই জয়ে ফরাসী লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের থেকে পিএসজি ১৬ পয়েন্টে এগিয়ে গেলো। এখন পর্যন্ত ২৫ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৫, আর সমান ম্যাচে মার্শেইয়ের পয়েন্ট ৪৯। এর মাধ্যমে টানা ৬ ম্যাচ জিতল পিএসজি।

ওসমান ডেম্বেলে ৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এবং ইনজুরি সময়ে দলের জন্য দুটি গুরুত্বপূর্ণ গোল করেন। তার বদলি নেমে গোল করা গনকালো রামোসও পিএসজির হয়ে একটি গোল করেন।

লিভারপুলের কাছে হেরে যাওয়ার পর পিএসজি কোচ লুইস এনরিকে ৮টি পরিবর্তন করেছিলেন, তবে তাতেও রেনেঁর মাঠে দাপট বজায় রেখেছিল পিএসজি। ২৭তম মিনিটে ব্র্যাডলি বারকোলা গোলের সূচনা করেন।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই গনকালো রামোস পিএসজির দ্বিতীয় গোলটি করেন। এরপর ২-০ গোলে পিছিয়ে পড়ে রেনেঁ দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে, যার ফলস্বরূপ ৩ মিনিট পর লিলিয়ান ব্রাসিয়ের গোল করে ২-১ করে ম্যাচে ফেরান।

৬৪ মিনিটে মাঠে নেমে ওসমান ডেম্বেলে বেশ কয়েকবার গোলের চেষ্টা করেন, কিন্তু সফল হন ইনজুরি সময়ে। ৯০+১ মিনিটে প্রথম গোলটি করেন তিনি, যা পিএসজির তৃতীয় গোল। আর ৩ মিনিট পর (৯০+৪ মিনিটে) নিজের দ্বিতীয় গোলটি করেন ডেম্বেলে, যা দলের চতুর্থ গোল।

সুপ্তি / টিডিএস

You may also like