দুবাইয়ে শেষ অনুশীলন সেশনে বলের আঘাত পেয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।
শনিবার (৮ মার্চ) দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময় কোহলির হাঁটুতে বল লাগে। সঙ্গে সঙ্গেই দলের ফিজিও মাঠে ছুটে আসেন এবং তৎক্ষণাৎ তার হাঁটুতে স্প্রে করা হয়। এরপর কিছুক্ষণ ব্যান্ডেজ বেঁধে রাখা হয় বলেও জানা গেছে।
এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানায়, আঘাতের পর কোহলির মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ দেখা যায়। তবে সতীর্থদের মনোবল ঠিক রাখতে তিনি মাঠ ছাড়েননি। এ সময় ফিজিও টিম তার সঙ্গে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়।
সর্বশেষ খবরে জানা গেছে, কোহলির চোট গুরুতর নয়। টিম ম্যানেজমেন্টের মতে, ফাইনালের আগেই তার ব্যথা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাড়তি সতর্কতার কারণে তিনি এদিন অনুশীলন থেকে বিরতি নিয়েছেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নিউজিল্যান্ড। দুই দলই শেষ করেছে অনুশীলন।
ইউএ / টিডিএস