জোসে মরিনিয়োর সংবাদ সম্মেলনে অতীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, তবে এবার তার নতুন এক সংযোজন হলো ঘুমিয়ে পড়া! হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত বৃহস্পতিবার ফেনেরবাচের বিরুদ্ধে ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ মরিনিয়ো সোজা ঘুমের অভিনয় করেন, আর এর দায়ও তিনি চাপিয়েছেন এক সাংবাদিকের ওপর। দীর্ঘ প্রশ্নের কারণে বিরক্ত হয়ে ‘স্পেশাল ওয়ান’ ঘুমিয়ে পড়ার ভান করেন এবং সেই সাংবাদিককেই অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেন।
ফেনেরবাচের সঙ্গে ইউরোপা লিগের শেষ ষোলোতে ৩-১ গোলে হেরে যাওয়ার পর, সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রায় ৫০ সেকেন্ড ধরে একটি দীর্ঘ প্রশ্ন করেন। প্রশ্নটি তুর্কি ভাষায় ছিল, যা ইংরেজিতে অনুবাদ করে মরিনিয়োকে বুঝিয়ে দেন অনুবাদক। প্রশ্নটি এতটাই দীর্ঘ ছিল যে, মরিনিয়ো তার প্রতি বিরক্তি প্রকাশ করেন।
উত্তরে মরিনিয়ো বলেন, “আমি অনেক ক্লান্ত, এটা আমার জন্য খুবই বেশি হয়ে যাচ্ছে। ৯০ মিনিট খেলার পর এমন কিছু শুনতে বিরক্তিকরই লাগে। আমি খুব ক্লান্ত।”
মরিনিয়োর সংবাদ সম্মেলনে এমন কাণ্ড নতুন কিছু নয়। এর আগে তিনি একবার প্রতিপক্ষের কোচের দীর্ঘ বক্তব্যের কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত না হয়ে চলে গিয়েছিলেন।
এছাড়া, এক সপ্তাহ আগেই গালাতাসারায় ফুটবলারদের সঙ্গে বর্ণবাদী আচরণের জন্য মরিনিয়োকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফিরে এসে আবারও নতুন কাণ্ডে তিনি আলোচনায় আসলেন। মরিনিয়ো ক্যারিয়ারের প্রতিটি পর্যায়ে এমন বিতর্কের সৃষ্টি করে এসেছেন।