চ্যাম্পিয়ন্স লিগে পাওয়া মোমেন্টাম ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ে আসার চেষ্টা করছেন আর্সেনাল। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে সেই সম্ভাবনা দেখছেন কোচ মিকেল আর্তেতা। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারা ফিরে পেতে আত্মবিশ্বাসী আর্সেনাল কোচ।
আগামী রোববার, ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। এই প্রতিযোগিতায় তাদের শেষ দুই ম্যাচে কোন গোল হয়নি—ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হার ও নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ড্র করেছে তারা।
ইউরোপ সেরার মঞ্চে নিজেদের সর্বশেষ ম্যাচে আর্সেনাল ৭-১ ব্যবধানে জয়লাভ করে। আইন্দহোভেনের মাঠে শেষ ষোলো’র প্রথম লেগে এই দাপুটে জয় অর্জন করে তারা।
এই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে ইউনাইটেডের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আর্তেতা। তবে তিনি এখনো সতর্ক, কারণ তিনি জানেন ইউনাইটেড যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে তাদের দৃঢ়তা এবং ঐতিহ্যের জন্য।
“ইউনাইটেডের ইতিহাসই এর পক্ষে কথা বলে। তাদের যে খেলোয়াড় আছে, তারা যে মানের ক্লাব- কঠিন পরিস্থিতি পেরিয়ে আসার ঐতিহ্য তাদের আছে এবং তারা সবসময়ই বিপজ্জনক প্রতিপক্ষ, বিশেষ করে তাদের ঘিরে প্রত্যাশা যখন সবচেয়ে কম করবেন।”
“তাদের সাম্প্রতিক ম্যাচগুলো দেখলে তাদের স্কোয়াডের দৃঢ়তা দেখতে পাবেন। নিজেদের দিনে তাদের খুব ভালো পারফরম্যান্স করার এবং যেকোনো দলকে হারানোর সামর্থ্য তাদের পুরোপুরিই আছে।”
শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে আছে আর্সেনাল। তিনে থাকা নটিংহ্যামের চেয়ে এগিয়ে আছে ৬ পয়েন্টে।
আর্সেনালের চেয়ে ২১ পয়েন্টে পিছিয়ে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। হুবেন আমুরির দলের পয়েন্ট ৩৩।
ব্যবধান আরও বাড়ানোর দিকেই মনোযোগ আর্তেতার। তা করতে আইন্দহোভেন ম্যাচের পুনরাবৃত্তি দেখতে চাইলেন আর্সেনাল কোচ।
“সেখানে যা হয়েছিল, আমরা বক্সে খুবই কার্যকর ছিলাম…যে কারণে আমরা ওই ব্যবধানে ম্যাচ জিতেছি।”
“যেভাবে আমরা ম্যাচটা জিতেছি, তা সবাইকে উজ্জ্বীবিত করেছে, তবে দুর্ভাগ্যজনকভাবে এটা এখন অতীত। আজ আমরা কী করছি, সেটাই এখন গুরুত্বপূর্ণ, কালকের জন্য প্রস্তুতি নেওয়া রোববার আবারও অসাধারণ পারফরম্যান্সের পুনরাবৃত্তির চেষ্টা করা।”
ওই ম্যাচের পুনরাবৃত্তি যে চাইলেই সম্ভব না, সেটাও মনে করিয়ে দিলেন স্প্যানিশ কোচ।
সুপ্তি / টিডিএস