টিকিট বিক্রিতে ইউরোপ সেরা রিয়াল

স্পোর্টস ডেস্ক

টিকিট বিক্রিতে অন্য ক্লাবগুলোর চেয়ে বেশ এগিয়ে ভিনিসিয়ুস-এমবাপেদের রিয়াল।

সম্প্রতি ইউয়েফা ইউরোপীয় ক্লাব ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে টিকিট বিক্রি থেকে সবচেয়ে বেশি আয় করা ক্লাব হিসেবে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এই ক্লাবটি ২০২৩/২৪ মৌসুমে টিকিট বিক্রি থেকে আয় করেছে ১৫৩ মিলিয়ন পাউন্ড। দ্বিতীয় স্থানে থাকা পিএসজি আয় করেছে ১৩৯ মিলিয়ন পাউন্ড, আর ১২৭ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে টিকিট বিক্রিতে ইউরোপের শীর্ষ তিনে রয়েছে আর্সেনাল।

হোম ম্যাচের টিকিট বিক্রিতেও শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। গেল মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতি ম্যাচে গড়ে ৬.১ মিলিয়ন পাউন্ড আয় করেছে ক্লাবটি। গড়ে এক সমর্থককে ম্যাচ দেখতে খরচ করতে হয়েছে অন্তত ৮৪ পাউন্ড। দ্বিতীয় স্থানে থাকা পিএসজি তাদের ঘরের মাঠে প্রতি ম্যাচ থেকে আয় করেছে ৬ মিলিয়ন পাউন্ড, আর তৃতীয় স্থানে থাকা আর্সেনালের আয় পাঁচ মিলিয়ন পাউন্ড।

টিকিট বিক্রিতে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও সর্বোচ্চ টিকিট বিক্রিতে লিগ হিসেবে শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিগ। গেল মৌসুমে টিকিট বিক্রি করে প্রিমিয়ার লিগের আয় দাঁড়িয়েছে ৮৩০ মিলিয়ন পাউন্ড। এর তুলনায় লা লিগার আয় ছিল ৪৮১ মিলিয়ন পাউন্ড এবং বুন্দেসলিগার আয় ৪৩০ মিলিয়ন পাউন্ড।

এছাড়া ক্লাব পরিচালনার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ফুটবলারদের বেতন ছাড়া ক্লাবের কর্মকর্তা ও অন্যান্য খাতে গত বছর রিয়াল খরচ করেছে ৩৬১ মিলিয়ন পাউন্ড। দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহাম হটস্পার, যারা ক্লাব পরিচালনায় বছরে খরচ করেছে ২২২ মিলিয়ন পাউন্ড। তৃতীয় স্থানে আছে বার্সেলোনা, তাদের খরচ ২১৯ মিলিয়ন পাউন্ড। বার্সেলোনার খরচ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে ধরা হয়, অন্য ক্লাবগুলোর তুলনায় তাদের কর্মী সংখ্যা বেশি।

ইউএ / টিডিএস

You may also like