ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই হেনরি কাঁধের ইনজুরি থেকে সেরে উঠবেন বলে আশাবাদী নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।
বুধবার (৫ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে ক্যাচ নেওয়ার সময় ডান কাঁধে ব্যথা পান হেনরি। এরপর তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ফের মাঠে ফিরে আরও ২ ওভার বোলিং করেন। ম্যাচে তিনি ৭ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
হেনরির ফাইনাল খেলার ব্যাপারে স্টিড বলেন, ‘কাঁধের ইনজুরি নিয়ে এখনও অস্বস্তিতে হেনরি। আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হল- সে মাঠে ফিরে বোলিং করছে।’
স্টিড আরও বলেন, ‘আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরও কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সব রকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে তার অবস্থা অজানা। এখনও সে কাঁধে কিছুটা ব্যথা অনুভব করছে। আশা করি সুস্থ হয়ে যাবে।’
ইউএ / টিডিএস