টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বেতনের পরিমাণ কমতে যাচ্ছে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মার।
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির পর কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করতে পারে বিসিসিআই। নতুন তালিকায় গ্রেডে অবনতি হতে পারে তাঁদের মতো ক্রিকেটারদের। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বেতনের পরিমাণ কমতে যাচ্ছে তাদের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে এমনটাই বলা হয়েছে।
সর্বশেষ চুক্তিতে শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশানের জায়গা হয়নি। তবে নতুন চুক্তিতে আইয়ারের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। তার সাম্প্রতিক ফর্ম তাকে ফিরিয়ে আনতে পারে চুক্তিতে।
বর্তমানে বিসিসিআইয়ের চুক্তিতে চারটি গ্রেড রয়েছে—
গ্রেড এ প্লাস: সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্যাটাগরি, যেখানে সর্বশেষ চুক্তিতে ছিলেন চারজন (কোহলি, রোহিত, জাদেজা ও বুমরাহ)।
গ্রেড এ: দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি, যেখানে ছিলেন ছয়জন ক্রিকেটার।
গ্রেড বি: এখানে ছিলেন পাঁচজন ক্রিকেটার।
গ্রেড সি: সবচেয়ে বেশি সংখ্যক, ১৫ জন ক্রিকেটার ছিলেন এই গ্রেডে।
ইউএ / টিডিএস