দেড় বছর পর ফিরে নেইমার কী বললেন?

স্পোর্টস ডেস্ক

নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তন প্রত্যাশিত ছিল। চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে, তার আগে কলম্বিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে সেলেসাওরা। আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র, যেখানে নেইমারকে রাখা হয়েছে।

প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার। সর্বশেষ তিনি ২০২৩ সালের অক্টোবর মাসে ব্রাজিলের হয়ে খেলেছিলেন। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোট পেয়ে তিনি পরবর্তী বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে ছিলেন।

পুনরায় মাঠে ফেরেন ২০২৪ সালের অক্টোবরে, সৌদি ক্লাব আল-হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-আইনের বিপক্ষে ম্যাচ খেলেন। তবে আবারও চোটে আক্রান্ত হলে আল-হিলাল তাকে রেখে দেয়নি, এবং নেইমার নিজেই সান্তোসে ফিরতে চেয়েছিলেন। ফলে জানুয়ারির শীতকালীন উইন্ডোতে তিনি বড় আর্থিক সুবিধা ছেড়ে শৈশবের ক্লাবে ফিরে যান।

চোট কাটিয়ে পুরোনো ছন্দে ফিরতে শুরু করেছেন নেইমার, আর এখন জাতীয় দলে ফিরছেন। কোচ দরিভালের দল ঘোষণার সময় তিনি টিভিতে সংবাদ সম্মেলনটি দেখছিলেন, এবং সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, “ফিরে আসতে পেরে খুব খুশি।” ব্রাজিল সুপারস্টারকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা।

এদিকে, নেইমারকে নিয়ে সেলেসাও কোচ দরিভাল বলছিলেন, ‘জাতীয় দলে নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে, সেটি আমরা সবাই জানি। একইসঙ্গে তার দক্ষতা ও সামর্থ্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কতটা উপযুক্ত তাও অজানা নয়।’

ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে নিয়ে দরিভাল বলেন, ‘আমরা তার অপেক্ষায় ছিলাম। আমি আশা করি সেও তার এই প্রত্যাবর্তনের খুশিই হবে। আমরা এখানে তার পুরোনো সামর্থ্য ফিরে পেতে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারব বলে আশাবাদী। আমরা অনেক বড় প্রত্যাশার ভার ও তার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিতে চাই না। আসন্ন কঠিন ম্যাচে ভারসাম্য তৈরি করতে চেয়েছি, আমি তাকে দলের জন্য পুরো প্রস্তুত দেখতে চাই।’

সুপ্তি / টিডিএস

You may also like