১০ জন দল নিয়েও বেনফিকার বিপক্ষে ১-০ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
ম্যাচের তখন সবে এক-তৃতীয়াংশ শেষ। পাউ কুবারসি এক ফাউলে দেখে বসলেন সরাসরি লাল কার্ড। কিন্তু স্পোর্তিং লিসবন স্টেডিয়ামে এরপর যা ঘটল তা ছিল একেবারে অভূতপূর্ব। প্রায় ৭০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলায় বার্সেলোনার নায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখানো গোলরক্ষক ভয়চেখ শেজনি।
প্রায় ৭০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলায় বার্সেলোনার নায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখানো গোলরক্ষক ভয়চেখ শেজনি। ম্যাচের শুরুতেই গোল হজমের শঙ্কা দূর করেন শেজনি। প্রথমার্ধে দুইবার গোলের সুযোগ পেয়েছিলেন লেভানডোভস্কি। তবে বেনফিকার গোলরক্ষক ট্রুবিন দুর্দান্ত সেভে তা প্রতিহত করেন।
৬০ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে দেন রাফিনিয়া। মাঝমাঠে বল কেটে একাই এগিয়ে গিয়ে দূরপাল্লার শটে গোলরক্ষককে পরাস্ত করে বল পাঠান জালে। এই গোলই শেষ পর্যন্ত নির্ধারণ করে ম্যাচের ভাগ্য। শেষ মুহূর্তে ভাগ্যের সহায়তাও পায় বার্সেলোনা—শেজনি বক্সে বেলোত্তিকে ফাউল করলেও ভিএআর দেখায়, ইতালিয়ান ফরোয়ার্ড ছিলেন অফসাইডে। যোগ করা সময়ে রেনাতো সানচেসের জোরালো শট দুর্দান্ত সেভে রুখে দেন শেজনি।
ইউএ / টিডিএস