দলকে ফাইনালে নেয়ার পথে প্রথম অধিনায়ক হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা।
ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি স্বীকৃত চার টুর্নামেন্টের সবকটা ফাইনালে দলকে নিয়ে গেলেন তিনি। রোহিত ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি, রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলীদের।
রোহিত শর্মা হয়ে উঠেছেন ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি ভিন্ন প্রতিযোগিতার ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালে ভারতের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন তিনি। একই বছরে একদিনের বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ভারত। এরপর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় তার দল। বিশ্বের আর কোনো অধিনায়কের নামের পাশে নেই এমন সাফল্যের রেকর্ড।
চারবার ফাইনালে উঠলেও রোহিত শর্মার ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে মাত্র একটি শিরোপা। গত বছর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় রোহিতের দলকে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আরও একবার শিরোপা জয়ের সুযোগ পেলেন রোহিত।
রোহিত ছাড়া আরও দুই অধিনায়ক চারবার করে আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন—এমএস ধোনি ও রিকি পন্টিং। তবে তারা কেউ আইসিসির ভিন্ন চারটি প্রতিযোগিতার ফাইনালে যেতে পারেননি। ভারতের অধিনায়ক হিসেবে ধোনি ২০০৭ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে ২০০৭, ২০১১ ও ২০১৩ সালে শিরোপা জিতেছিল ভারত। একমাত্র ২০১৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয় তাদের।
অন্যদিকে পন্টিং অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ২০০৩ ও ২০০৭ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিলেন। তার নেতৃত্বে চারবারই শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
ইউএ / টিডিএস