ডাচ ক্লাব পিএসভির আইন্দোহফেনের ঘরের মাঠে গুণে গুণে সাত গোল দিয়েছে আর্সেনাল।
১৮ বছর পর আবারও ডাচ ক্লাব পিএসভি আইন্দোহফেনের মুখোমুখি আর্সেনাল। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০০৭ সালে। সেবার আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা ২-১ অ্যাগ্রিগেটে হেরে ইউরোপিয়ান মঞ্চ থেকে বিদায় নেয়। তবে দীর্ঘ সময় পর ফের মুখোমুখি হয়ে পুরোপুরি বদলে গেছে ম্যাচের দৃশ্যপট।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে দুর্দান্ত এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে গানার্সরা। নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোল করার নজির চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে এটাই প্রথম। শেষ পর্যন্ত ফিলিপস স্টেডিয়ন থেকে আর্সেনাল ফিরেছে ৭-১ গোলের দাপুটে জয় নিয়ে।
চোটের কারণে স্কোয়াডে ছিলেন না কায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেলি। তবে তাতে থামেনি আর্সেনালের দাপট। মাত্র ৩১ মিনিটের মধ্যেই ৩-০ গোলের লিড নেয় গানার্সরা। ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। দুজনেরই এটি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল।
ইউএ / টিডিএস