৮
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (৪ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ টপার হওয়ার কারণে ভারত টুর্নামেন্টের সেমিফাইনালে গ্রুপ- ‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ অপরাজিত থাকার দৌড় বজায় রেখেছে। গ্রুপ-‘এ’-তে তিনটি ম্যাচই জয় পেয়েছে তারা।
অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে অভিযান শুরু করে অস্ট্রেলিয়া। তবে বাকি গ্রুপ-পর্বের ম্যাচগুলো বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে তারা দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে। খেলা হলে সেমিফাইনালের সূচি হতে পারত ভিন্নরকম।
ইউএ / টিডিএস