আপিল করার পর ফেনারবাচের কোচের শাস্তি অর্ধেকে কমে গেছে।
মরিনিয়োর চার ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে দুই ম্যাচে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি তার উপর আরোপিত জরিমানার পরিমাণও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ১৬ লাখ ১৭ হাজার লিরা (প্রায় ৪৪ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছিল তাকে, যা এখন কমিয়ে ৫ লাখ ৫৮ হাজার ৫০০ লিরা করা হয়েছে।
গালাতাসারাইয়ের বিপক্ষে ০-০ ড্র ম্যাচের পর মরিনিয়োর মন্তব্যের জের ধরে তাকে এই শাস্তি দিয়েছিল তুরস্কের ফুটবল ফেডারেশন। শাস্তি ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন উল্লেখ করেছিল যে, তুর্কি রেফারির প্রতি ‘অপমানজনক ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। মরিনিয়োর মন্তব্য খেলাধুলার নৈতিকতা ভঙ্গ করেছে, সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দিয়েছে এবং সমর্থকদের উত্তেজিত করতে পারে বলে ফেডারেশন মনে করে।
ফেনারবাচে ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০৭ সালে এবং তাদের প্রতীকে এটা আছে। টাকার অঙ্কটাও সেটির সঙ্গে মিল রেখেই নির্ধারণ করা হয়। তুরস্কের রেফারিদের নিয়ে আপত্তিজনক মন্তব্যের দায়ে আগেও এক দফায় জরিমানা করার পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মরিনিয়োকে।
ইউএ / টিডিএস