সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে উঠল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে পরাজিত করে লা লিগার শীর্ষস্থান এককভাবে দখল করে নিয়েছে কোচ হানসি ফ্লিকের শিষ্যরা।

রবিবার (২ মার্চ) অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জেরার্ড মার্টিন এবং মার্ক কাসাদো বার্সেলোনার জার্সিতে নিজেদের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে রোনাল্ড আরাউহো গোলের দেখা পান। পুরো ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়ে শেষ গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।

ম্যাচের শুরুতে সোসিয়েদাদ গোল পেয়েছিল কিন্তু জাভি লোপেস অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়। ১৭তম মিনিটে দানি ওলমোকে ফাউল করেন আরিৎস এলুসতোন্দো এবং সেই ফাউলের জন্য স্প্যানিশ ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারি। এই পরিস্থিতি যেন বার্সেলোনাকে ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করার সুযোগ করে দেয়।

আগের দিন অ্যাতলেটিক বিলবাওকে পরাজিত করে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে সোসিয়েদাদকে বিধ্বস্ত করে বার্সেলোনা টেবিলের শীর্ষে উঠে যায়। তাদের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৭। সবশেষ ম্যাচে বেটিসের কাছে হেরে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৪।

ইউএ / টিডিএস

You may also like