৭
টানা ১০ ওয়ানডে ম্যাচে টসে হেরে লজ্জার এক রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
রবিবার (২ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও টসে হেরেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে টানা টস হারানো অধিনায়কদের মধ্যে রোহিত শর্মা তৃতীয় স্থানে অবস্থান করছেন।
শীর্ষে রয়েছেন ব্রায়ান লারা, যিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। লারা টানা ১২টি ওয়ানডে ম্যাচে টস হেরেছিলেন। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত এই টানা ১২টি ম্যাচে টসের ভাগ্য তার পক্ষে ছিল না।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক পিটার বরেন। তিনি ২০১১ সালের মে মাস থেকে ২০১৩ সালের অগস্টের মধ্যে টানা ১২টি ওয়ানডে ম্যাচে টস হেরেছিলেন।
ইউএ / টিডিএস