চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সাকিব আল হাসানের খেলার আর কোনো সম্ভাবনা একেবারেই শূন্য। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সর্বশেষ গত ৩০ নভেম্বর তিনি খেলেছেন আবুধাবির টি-টোয়েন্টি লিগে। ।
দীর্ঘ ১০০ দিন পর আবার মাঠে ফিরছেন সাকিব। তবে এবার তিনি খেলবেন বাংলাদেশের বিপক্ষে। এটি একটি বিস্ময়কর ঘটনা যা অনেকেই অবাক হয়ে দেখছেন।
দেশের হয়ে খেলা বন্ধ রাখলেও সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেননি। তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ওয়ানডে ক্রিকেটে এখনও খেলে যাচ্ছেন। তবে এখন সাকিব সাবেক ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
তিনি খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগে যা ১০ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়নস এবং এশিয়ান স্টারস।
শুরুতে সাকিব বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলতে চেয়েছিলেন। তবে পরে সিদ্ধান্ত বদলে তিনি এশিয়ান স্টারস দল বেছে নিয়েছেন। এখানে তিনি কেদার যাদব, সৌরভ তিওয়ারি, দিলশান মুনাওয়ারা, হামিদ হাসানদের মতো সাবেক ক্রিকেটারের সঙ্গে খেলবেন। অপরদিকে, বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবালও খেলবেন।
গত সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন। ওই সময় তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরে টেস্ট খেলেই টেস্ট থেকে বিদায় নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু রাজনৈতিক কারণে সাকিব দেশে ফিরতে পারেননি এবং তার অবসরও হয়নি। এরপর তিনি দেশের হয়ে আর খেলেননি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্থান পাননি। তবে সাবেক ক্রিকেটারদের প্রতিযোগিতায় সাকিবের অংশগ্রহণ নিয়ে নানা গুঞ্জন চলছে এর মাধ্যমে কি তার অবসর নেয়ার সময় এসে গেছে?
সুপ্তি / টিডিএস