চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন রদ্রি

স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে মাঠের ফেরার পথে আরেকধাপ এগিয়েছেন মাঝমাঠের ভরসা রদ্রি।

একক অনুশীলনে ফিরেছেন ব্যালন ডি’অর জয়ী এই স্প্যানিশ তারকা। ইংলিশ ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যায় ২৮ বছর বয়সী রদ্রি কিছু ড্রিল অনুশীলন করছেন।

গত সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে গুরুতর চোটে পড়েন রদ্রি। পরে জানা যায় তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। যার কারণে অস্ত্রোপচার করাতে হয়। সেসময় সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছিলেন, মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে রদ্রির। তবে স্প্যানিশ তারকা নিজে কখনো আশা ছাড়েননি। গত নভেম্বরে তিনি বলেছিলেন, দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে কাজ করছেন।

কবে রদ্রি মাঠে ফিরতে পারবেন তা এখনো স্পষ্ট নয়। তবে তার অনুশীলনে ফেরা ম্যানচেস্টার সিটির জন্য বড় স্বস্তির খবর। চোটকে খেলার স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন রদ্রি। চলতি মাসের শুরুতে তিনি বলেছিলেন, এমন চোট খেলারই একটি অংশ।

তিনি আরও জানান, “সবকিছুর জন্য সবসময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের সময়ে ইতিবাচক থাকার চেষ্টা করি এবং সম্ভবত অন্য সব কাজ করি যেগুলোতে অভ্যস্ত নই।”

ইউএ / টিডিএস

You may also like