বেটিসের কাছে হেরে তিনে নামলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়িয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বেটিসের মাঠে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ।

শনিবার (১ মার্চ) প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। ব্রাহিম দিয়াসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন জনি কার্দোসো। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন ইসকো।

পুরো ম্যাচে বল দখলে বেশ এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের খেলায় কোনো তীব্রতা ছিল না। দ্বিতীয় গোল হজমের পরেও নির্ধারিত সময়ের ৩৬ মিনিট বাকি থাকা সত্ত্বেও তারা কোনো ধরনের আক্রমণাত্মক চেষ্টা করতে পারেনি।

গোলের জন্য রিয়াল বেতিস ১৮টি শট নেয়। যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ শট নিতে পারে মাত্র ৯টি। যার মধ্যে ৪টি ছিল ম্যাচের শেষ দিকে এবং শুধু ২টি শট ছিল লক্ষ্যে।

ম্যাচটিতে হেরে লা লিগায় বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। একই সংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এছাড়া, এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে রয়েছে।

ইউএ / টিডিএস

You may also like