নতুন নিয়মে বিপাকে গোলরক্ষকরা

স্পোর্টস ডেস্ক

নতুন নিয়ম – আট সেকেন্ডের বেশি সময় গোলরক্ষক বল ধরে রাখলেই পেতে হবে শাস্তি।

ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি বেলফাস্টে সংস্থার ১৩৯তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। গোলরক্ষক আট সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখলে শাস্তি স্বরূপ তার প্রতিপক্ষ দলকে কর্নার দেবেন রেফারি।

আইএফএবির সদস্য ও আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী প্যাট্রিক নেলসন বলেছেন, ‘দুইটি ধাপে নিয়মটি নিয়ে পরীক্ষা হয়েছে। আমরা যে তথ্য পেলাম বিষয়টি খুব ইন্টারেস্টিং। গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে রেফারি শাস্তি হিসেবে প্রতিপক্ষ দলকে কর্নার উপহার দেবেন। ফলে গোলরক্ষকরা দ্বিতীয় বার আর ওই কাজ করতে চাইবে না। তাদের আচরণই বদলে যাবে।’

আগামী মৌসুম থেকে কার্যকর হতে পারে নতুন এই নিয়ম। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অনূর্ধ্ব-২১ পর্যায়ে নিয়মটি প্রয়োগ করে দেখা হচ্ছে। মাল্টাতেও এর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। পরবর্তী ধাপে এটি পরীক্ষা হবে ইতালির অনূর্ধ্ব-২০ লিগে। সফলভাবে পরীক্ষার ধাপ পেরোলে আইএফএবি নিয়মটি বিশ্বব্যাপী চালু করবে।

বর্তমান নিয়ম অনুযায়ী গোলরক্ষক বল না ছেড়ে দিয়ে ছয় সেকেন্ডের বেশি সময় ধরে রাখলে প্রতিপক্ষ দল ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে থাকে।

ইউএ / টিডিএস

You may also like