ওয়াসিম-ওয়াকারকে খোঁচা দিতেও ছাড়েননি জাদেজা

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের সাবেক কোচ অজয় জাদেজা সুযোগ বুঝে খোঁচা দিয়েছেন পেস জুটি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা অংশ নেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে। সেখানে আফগানিস্তানের প্রশংসা করতে গিয়ে ওয়াকার ও ওয়াসিমকে খোঁচা দেন জাদেজা।

আফগানিস্তানের সাবেক কোচ জাদেজা বলেন, ‘ আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’ এর উত্তরে আকরাম বলেন, ‘নিশ্চয়ই, নিশ্চয়ই।’ ওয়াসিম এরপর যোগ করেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে তারা যেভাবে জিতেছে…দ্রুত উইকেট হারানোর পর ইব্রাহিম জাদরান খুব ভালো খেলেছে এবং ভেজা বল দিয়ে ৩২০ রান ডিফেন্ড করেছে। শিশিরের কারণে বল সত্যিকার অর্থেই ভেজা ছিল।’

ওয়াসিমের এমন কথার পরই সুযোগ বুঝে খোঁচ দেন জাদেজা। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের কোচিং স্টাফে থাকা জাদেজা বলেন, ‘বন্ধু, আইসিসি টুর্নামেন্টে তারা তোমাদের চেয়ে বেশি ম্যাচ জিতেছে! যদি কেউ আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো বিচ্ছিন্ন ঘটনা মনে করে তাহলে নিজেদেরই বোকা বানাবে।’

জাদেজার মন্তব্য অবশ্য ফাঁকা ছিল না। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের পর থেকে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে আফগানিস্তান। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ওয়াসিম ও ওয়াকারকে খোঁচা দিতে ছাড়েননি জাদেজা।

ইউএ / টিডিএস

You may also like