ক্লাব ফুটবলে একাধিক দলের হয়ে একসাথে খেলেছেন নেইমার ও মেসি। সর্বশেষ পিএসজিতে খেলার সময় মেসি পেনাল্টি নেওয়ার ব্যাপারে নেইমারের পরামর্শ নিয়েছিলেন, এমন দাবি করেছেন ব্রাজিলিয়ান তারকা।
মেসি এবং নেইমার প্রথমবার একসাথে খেলেন বার্সেলোনায়। সে সময় পেনাল্টি নেয়ার ক্ষেত্রে ছিলেন নেইমার, যিনি ছিলেন খুবই দক্ষ। অন্যদিকে, মেসি তখন কিছুটা পিছিয়ে ছিলেন। তবে গত কয়েক বছরে স্পট কিকে অসাধারণ উন্নতি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
নেইমার জানান,‘আমি মেসিকে ভালো পেনাল্টি নিতে সহায়তা করেছি। একদিন আমরা অনুশীলনে ছিলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি এত ভালো পেনাল্টি কীভাবে নাও?’ আমি মনে মনে বললাম, ‘আপনি কি পাগল? আপনি মেসি, তাই আমি যদি এটা করতে পারি, তাহলে আপনিও পারবেন। আমি তাকে সেটা শিখিয়েছি পরে এবং তিনি অনুশীলন করেছেন। (কাতার) বিশ্বকাপে তিনি এই কৌশল কাজে লাগিয়ে অনেক গোল করেছিলেন। মাত্র একবারই তিনি শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে তাকাতে পারেননি, আর সেটাই তিনি মিস করেছেন।’-যোগ করেন তিনি।
সুপ্তি / টিডিএস