কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ম্যাচটিতে এন্দ্রিকের একমাত্র গোলে জয় পায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের অধিনায়কত্বে মাঠে নামা রিয়াল প্রথম সুযোগ পায় ১৯তম মিনিটে। জুড বেলিংহ্যামের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে একক প্রচেষ্টায় জাল খুঁজে নেন এন্দ্রিক।
২৮তম মিনিটে রিয়াল একটি দারুণ সুযোগ হাতছাড়া করে। বেলিংহ্যামের পাস বক্সে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি ভিনিসিয়ুস। ৪৩তম মিনিটে সোসিয়েদাদ সুযোগ পায়, কিন্তু আন্দের বারেনেচেয়ারের শট এক হাত দিয়ে অসাধারণ ভাবে ঠেকিয়ে দেন আন্দ্রে লুনিন।
বিরতির পর আক্রমণ আরও বাড়ায় সোসিয়েদাদ। ৪৯তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের হেড লুনিন ঠেকিয়ে দেন। দুই মিনিট পর এন্দ্রিকের শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত আর গোল হয়নি। রিয়াল ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফিরতি লেগে আগামী ১ এপ্রিল নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদকে মোকাবেলা করবে তারা।
দাঁতের সমস্যার কারণে আজ মাঠে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। পরবর্তী লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
ইউএ / টিডিএস