ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি দেখিয়েছে অসাধারণ পারফরম্যান্স। সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়ে একচেটিয়া জয় পেয়েছে এনজো মারেসকার দল। এই জয়ের মাধ্যমে তারা পয়েন্ট তালিকায় সাত নম্বর থেকে লাফিয়ে উঠে চতুর্থ স্থানে চলে এসেছে। ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা দুই হারের পর চেলসি আবার জয় পেয়েছে।
১৫ ফেব্রুয়ারি ব্রাইটনের কাছে ৩-০ গোলে পরাজয়ের পর ২২ ফেব্রুয়ারি অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে হারে চেলসি। এই দুই পরাজয়ের পর তারা বিপদে পড়েছিল এবং সেরা চারে থাকা নিয়ে শঙ্কায় ছিল। তবে সাউদাম্পটনকে উড়িয়ে দিয়ে তারা সেই শঙ্কা কাটিয়ে স্বস্তি ফিরে পায়।
ম্যাচের শুরু থেকে চেলসি ছিল বেশ আধিপত্য বিস্তারকারী। স্ট্যাম্পফোর্ড ব্রিজে ২৪ মিনিটে এনকুকুর সহায়তায় প্রথম গোলটি করে চেলসি। মাত্র ১২ মিনিট পর পেদ্রো নেতো দলের দ্বিতীয় গোল করেন। ৪৪ মিনিটে পেদ্রো নেতোর ফ্রি-কিক থেকে লেভি কলউইল হেডে গোল করেন আর তাতে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লুজরা। ৭৮ মিনিটে কুকুরেলা সাউদাম্পটনের জালে শেষ গোলটি করেন।
অন্যদিকে সাউদাম্পটন একটি গোলও করতে পারেনি। ২৭ ম্যাচ শেষে চেলসি ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। লিভারপুল ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর ৫৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় স্থানে রয়েছে।
সুপ্তি / টিডিএস