জুড বেলিংহামকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

লা লিগায় ওসাসুনার বিপক্ষে লাল কার্ড পাওয়া ডেভিড বেলিংহ্যামকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। ওসাসুনার বিপক্ষে ম্যাচের ঘটনায় তাকে এ শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

গত শনিবার ওসাসুনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল। ম্যাচের ৩৯তম মিনিটে রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। যার পরই তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হোসে মুনুয়েরা। ম্যাচ শেষে বেলিংহ্যাম দাবি করেন, তিনি অপমানজনক কিছু বলেননি এবং ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি ছিল। পরবর্তীতে রিয়াল কোচ কার্ল আনচেলত্তি স্বীকার করেন বেলিংহ্যাম গালি দিয়েছিলেন। তবে তা রেফারিকে উদ্দেশ্য করে ছিল না বলেও স্পষ্ট করেন তিনি।

দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লা লিগার পরবর্তী দুটি ম্যাচ জিরোনা ও রিয়াল বেতিসের বিপক্ষে ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে পাওয়া যাবে না রিয়াল মাদ্রিদের স্কোয়াডে।

ইউএ / টিডিএস

You may also like