চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন

স্পোর্টস ডেস্ক

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই পায়ের চোটে টুর্নামেন্ট থেকে সরে গেলেন নিউজিল্যান্ডের কিউই পেসার।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটেই তার আসর শেষ হয়ে গেল।

দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের এবার চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু এর মধ্যেই এসেছে দুঃসংবাদ। নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে থাকা ফার্গুসন ত্রিদেশীয় সিরিজে ছিলেন না। তার জায়গায় দলে অন্তর্ভুক্তি হয়েছে কাইল জেমিসনের। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয় করার পর প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকেও পরাজিত করেছে কিউইরা। অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলের চোটের সমস্যা থাকলেও নিউজিল্যান্ড শিবিরে তেমন বড় কোনো অস্বস্তি দেখা যায়নি।

প্রায় এক বছর পর পেসার কাইল জেমিসন দলে ফিরছেন। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সর্বশেষ খেলেছিলেন ৩০ বছর বয়সী এই পেসার। ফার্গুসনের আগে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন বেন সিয়ার্স। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন জেকব ডাফি।

ইউএ / টিডিএস

You may also like