নিজেদের ম্যাচের দুদিন আগে বাবা অ্যালবার্টের মৃত্যুর খবরে দুবাইয়ের ক্যাম্প ছেড়ে গেলেন বোলিং কোচ মর্নে মর্কেল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকাকে ভারতীয় দলের অনুশীলনে দেখা যায়নি। যা নিয়ে শুরু হয় নানা জল্পনা। তবে সন্ধ্যা গড়াতেই জানা যায়, মর্কেলের পিতৃবিয়োগ হয়েছে এবং তাই তাকে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হয়েছে।
পিতৃশোক কাটিয়ে তিনি আবার কবে দলের সঙ্গে যোগ দেবেন সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। বোলিং কোচের পরামর্শ ছাড়াই হয়তো বাংলাদেশ ম্যাচে নামতে হবে রোহিত শর্মাদের।
মর্নে মর্কেলের অনুপস্থিতি ভারতের পেস বোলিং বিভাগের জন্য বড় এক ধাক্কা। দুবাইয়ের পিচে পেসারদের জন্য পরিস্থিতি সহজ হওয়ার সম্ভাবনা কম। তার ওপর দলের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ ইনজুরির কারণে আগে থেকেই ছিটকে গেছেন। মোহাম্মদ শামির সঙ্গে পেস আক্রমণ সাজানো হয়েছে তরুণ দুই পেসার আর্শদীপ সিং ও হার্শিত রানাকে নিয়ে।
ইউএ / টিডিএস