বুড়ো আঙুলের চোট নিয়েই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন অস্ট্রেলিয়ান স্পিনার ম্যাথু কুনেমান।
সম্প্রতি শ্রীলঙ্কা সফরে কুনেমানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তবে দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করার ক্ষেত্রে বাঁহাতি এই স্পিনারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলতে কোনো বাধা নেই। তাই শেফিল্ড শিল্ডে খেলার কথা ছিল কুনেমানের। তবে চোটের কারণে তা সম্ভব হয়নি। নতুন করে কোনো আঘাত না পেলেও পুরোনো চোট সঙ্গী করেই শ্রীলঙ্কায় খেলেছিলেন তিনি। তবে এখন সেটি আবার মাথাচাড়া দেওয়ায় সতর্কতা হিসেবে তাকে এই ম্যাচে খেলানো হচ্ছে না।
ম্যাচ না খেললেও কুনেমানের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। যে গতিতে এবং যেভাবে তিনি বোলিং করেন তাতে অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। তাই ল্যাবে পরীক্ষা দেওয়ার সময় যতটা সম্ভব তার বোলিং আগের মতোই রাখতে হবে। চোট যেহেতু অন্য হাতের আঙুলে তাই পরীক্ষায় কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার পরীক্ষা সম্পর্কে অনেক কিছু গোপন রাখা হলেও, ধারণা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি পরীক্ষা দেবেন।
ইউএ / টিডিএস