৫০২ দিন পর নেইমার ফিরলেন তার পুরানো ছন্দে

স্পোর্টস ডেস্ক

সান্তোসের জার্সিতে ফেরার পর প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিরুদ্ধে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন নেইমার। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন তিনি। শুধু গোল করেই থামেননি। ৭০ মিনিটে গুইলহার্মের গোলেও অসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।

দীর্ঘ এক বছর মাঠে দেখা যায়নি তাঁকে। নেইমার আল-হিলালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে খেলতে পেরেছিলেন মাত্র সাতটি ম্যাচ। সেই কঠিন সময় শেষে জানুয়ারিতে ছয় মাসের চুক্তিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন তিনি। প্রথম তিন ম্যাচে ছন্দ হারালেও এবার পুরনো সেই নেইমারকেই দেখা গেল।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসের হয়ে ১৩৮টি গোল করেছিলেন নেইমার। এরপর বার্সেলোনা, পিএসজি এবং আল-হিলালের হয়ে বিশ্বজুড়ে খেলার পর আবারও সান্তোসের জার্সিতে তার ঝলক দেখাতে শুরু করেছেন।

ইউএ / টিডিএস

You may also like