৭ পয়েন্টে এগিয়ে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

উলভসকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ৭ পয়েন্টের লিড লিভারপুলের।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে ২-১ গোলে জিতেছে লিভারপুল। লুইস দিয়াসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন মাথেউস কুইয়া।

শনিবার লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধানটা চারে নামিয়ে এনেছিল আর্সেনাল। উলভসের বিপক্ষে জয় দিয়ে সেটাকে আবার সাতে নিয়ে গেল অলরেডরা। এই ম্যাচের পর ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৬০। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩।

এই জয়ে লিভারপুল ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করে আর্সেনালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে। তাদের পরবর্তী ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে। সেখানে জয় পেলে তারা ১০ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে।

ইউএ / টিডিএস

You may also like