গেইল-কোহলিদের রেকর্ড ভাঙলেন ব্রায়ান

স্পোর্টস ডেস্ক

১৬৯ রানের ইনিংসে গেইল-কোহলিদের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেট।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৯ রান করে জিম্বাবুয়ে। ২০ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে দলের হয়ে একাই ১৬৩ বলে ১৬৯ রান করেন বেনেট।

বেনেট সেঞ্চুরির এই রেকর্ড গড়লেন মাত্র ২১ বছর ৯৬ দিন বয়সে। এত কম বয়সে জিম্বাবুয়ের হয়ে আর কেউই দেড়শ রানের ইনিংস খেলতে পারেননি। ওয়ানডে ইতিহাসের তালিকায় চতুর্থ স্থানে আছেন বেনেট। তিনি পেছনে ফেলেছেন ক্রিস গেইল, বিরাট কোহলিদের মতো তারকাদের।

তালিকায় শীর্ষে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ২০১০ সালে কানাডার বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলার সময় তার বয়স ছিল ২০ বছর ৪ দিন। দুইয়ে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেন তিনি ২০ বছর ৩৫৩ দিন বয়সে।

সেরা তিনে আছেন বাংলাদেশের তামিম ইকবাল। ২০০৯ সালে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেন তিনি। তখন তার বয়স ছিল ২০ বছর ১৪৯ দিন।

ইউএ / টিডিএস

You may also like