শ্রীলঙ্কায় কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে অসাধারণ পারফর্মেন্স দেখিয়েছেন অজি স্পিনার ম্যাথু কুনেমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। তবে হঠাৎ করেই একটি দুঃসংবাদ শুনতে হলো ২৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারকে। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। এখন তাকে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে পরীক্ষা দিতে হবে তার বোলিং অ্যাকশন।

পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন কুনেমান। যদি পরীক্ষায় উতরে যান তবে কোনো সমস্যা থাকবে না। তবে পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে বোলিংয়ে নিষিদ্ধ করা হবে। সেক্ষেত্রে, বোলিং অ্যাকশন সংশোধন করে আবার পরীক্ষায় উতরে তিনি ফিরে আসতে পারবেন।

অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত কুনেমান খেলেছেন পাঁচটি টেস্ট ও চারটি ওয়ানডে। তিনি ২০১৭ সাল থেকে স্বীকৃত ক্রিকেট খেলছেন। কিন্তু এই প্রথম তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।

সুপ্তি / টিডিএস

You may also like