আইসিসির মাস সেরা খেলোয়াড় মুনি

স্পোর্টস ডেস্ক

আইসিসি’র জানুয়ারির সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আইসিসি জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ের তালিকা প্রকাশ করেছেন। সেরার লড়াইয়ে মুনি পেছনে ফেলছেন ওয়েস্ট ইন্ডিজের কারিশ্মা রামহারাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণাকে।

অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটার মুনি মাস সেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়ে। অ্যাশেজে ওয়ানডে সিরিজে একটি ফিফটি করেন তিনি।পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৬.৮৯ স্ট্রাইক রেটে করেন ২১৩ রান। সিডনিতে ৪৪ বলে ৭৫ রানের পর অ্যাডিলেইডে ৬৩ বলে করেন অপরাজিত ৯৪। এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি।

পুরস্কার জিতে উচ্ছ্বসিত মুনি বলেন, “অ্যাশেজ জেতা আমাদের দলের জন্য অসাধারণ এক মুহূর্ত ছিল। বিশেষ করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট খেলা এবং রেকর্ড সংখ্যক দর্শকের সামনে পারফর্ম করা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

মাস সেরা পুরুষ খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান প্রথমবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি পেয়েছেন।

গত ডিসেম্বরে অ্যানাবেল সাদারল্যান্ড এই পুরস্কার জিতেছিলেন, যা অস্ট্রেলিয়া নারী দলের ধারাবাহিক সাফল্য।

ইউএ / টিডিএস

You may also like