হঠাৎ করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণে আসন্ন টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিনিবিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্ক থাকবেন না।
স্টার্কের আগে ইনজুরির কারণে দলের বাইরে চলে গিয়েছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস এবং মিচেল মার্শ। এখন স্টার্কের সরে দাঁড়ানোতে অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের স্কোয়াডে বড় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
স্টার্ক, কামিন্স এবং হ্যাজলউড অস্ট্রেলিয়া পেস ইউনিটের মূল স্তম্ভ। এদের সঙ্গে মার্শ এবং স্টয়নিসও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এই চারজনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া টুর্নামেন্টে অংশ নেবে মূলত পেস আক্রমণ ছাড়াই।
স্টার্কের সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা মিচের (স্টার্ক) সিদ্ধান্তকে সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রতিশ্রুতি এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার যে অগ্রাধিকার তিনি দেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়। চোট ও প্রতিকূলতা সহ্য করে খেলেছেন এবং ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ছাড় দিয়ে দেশকে প্রাধান্য দিয়েছেন। তার অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা। তবে এটি অন্য কারো জন্য নিজেকে প্রমাণের সুযোগ তৈরি করবে।’
অস্ট্রেলিয়ার স্কোয়াডে নতুনভাবে যুক্ত হয়েছেন শন অ্যাবট, বেন ওয়ারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তানভীর সাংগা। কুপার কনোলি থাকবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।
ফ্রেজার-ম্যাকগার্ক এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডেতে ১৭.৪০ গড়ে ব্যাট করেছেন, তবে বিগ ব্যাশ লিগে ৪৬ বলে ৯৫ রান করেছিলেন। মার্শের জায়গায় তাকে টপ-অর্ডার বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাঁহাতি পেসার জনসন স্টার্কের পরিবর্তে দলে যুক্ত হলেও তার দুটি ওয়ানডেতে কোনো উইকেট নেই। অন্যদিকে, লেগস্পিনার সাংগা শ্রীলঙ্কায় টেস্ট দলের ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে ছিলেন এবং অ্যাডাম জাম্পারের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্বে আছেন।
সুপ্তি / টিডিএস