কোমরের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিসিসিআই খবরটি জানান। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে ফিট করে তোলার চেষ্টা চলছিল। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। কিন্তু তার আগে ফিট হতে পারলেন না বুমরাহ।
ফলে তারকা পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না। তাঁর জায়গায় ১৫ জনের দলে সুযোগ পেলেন হর্ষিত রানা। দলে আরও একটি পরিবর্তন এনে যশস্বী জয়েসওয়ালকে বাদ দিয়ে তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।
একটি বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘কোমরের চোটের জন্য বোলার যশপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পরেছে। বুমরাহর পরিবর্ততে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়েছে। যশস্বী জয়েসওয়ালের জায়গায় তাঁকে নেওয়া হয়।’
বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টে কোমরে চোট পান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। তাঁকে পাঁচ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। সেই থেকেই তারকা পেসারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়। কিন্তু তাঁকে ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। ১৫ জনের দলের জন্য মহম্মদ সিরাজের নাম বিবেচনা করা হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
ইউএ / টিডিএস