ওয়ানডে ম্যাচের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক

চারিথ আসালাঙ্কার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা দল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ম্যাচ এবং শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।

লঙ্কানদের দলে অধিনায়ক হিসেবে আছেন চারিথ আসালাঙ্কা। মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় আস্থাও তিনি। পাথুম নিসাঙ্কার ফর্ম কিছুটা চিন্তার কারণ হলেও নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিষকা ফার্নান্দো, কুশল মেন্ডিসরা ছন্দে আছেন।

বোলিং ইউনিটে স্পিনার আছেন বেশ কয়েকজন – ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে এবং জেফরে ভ্যান্ডারসে। পেস ইউনিটে রয়েছেন আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ঈশান মালিঙ্গা এবং মোহাম্মদ শিরাজ।

শ্রীলঙ্কা ওয়ানডে দল :

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিষকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ঈশান মালিঙ্গা, মোহাম্মদ শিরাজ, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দুনিথ ভেল্লালাগে।

ইউএ / টিডিএস

You may also like